পাকস্থলীর ক্যান্সারের ঝুকির কারণগুলো সমূহ :-
বয়স : ৫৫ বছরের বেশিদের দেখা যায় ।
*লিংগ :নারীদের চেয়ে পুরুষদের দ্বিগুন বেশি ।
*পারিবারিক ইতিহাস : পিতামাতা, সন্তান বা ভাইবোন এই ক্যান্সারে আক্রান্ত হয়েছে তাদের ঝুঁকি বেশি।
আরও পড়ুনঃ লিভার ক্যানসার নিয়ে কিছু কথা
*জাতি : সাদাদের চেয়ে কালো, হিস্পানিক এবং এশীয়দের মধ্যে বেশি ।
*Helicobacter pylori : একটি ব্যকটেরিযা।পাকস্থলী ক্যান্সারের অন্যতম কারণ।
*খাদ্যাভাস : যারা প্রচুর লবণ দিয়ে মাছ ও মাংস সংরক্ষন করে খাবার খেতে অভ্যস্ত ।
*তামাক এবং অ্যালকোহল : ধূমপায়ীদের হার প্রায় দ্বিগুণ। অ্যালকোহল বেশি পান করলে ঝুঁকি বাড়ে ।
* অতিরিক্ত ওজন।
*ভিটামিন বি-১২ এর অভাব এবং Pernicious Anemia।
*অস্ত্রোপচার : পুর্বে পাকস্থলীতে অস্ত্রোপচার।
* BRCA-1 & BRCA-2 : ব্রেস্ট ক্যান্সারের জিন যারা বহন করে তারা ঝুঁকিতে আছে।
*পেশা : কয়লা, ধাতু এবং রাবার শিল্পের শ্রমিক।
*রক্তের গ্রুপ-এ ।
আরও পড়ুনঃ মুখ গহ্বর ক্যান্সার নিয়ে কিছু কথা
পাকস্থলী ক্যান্সারের সম্ভাব্য লক্ষনসমুহ :—(প্রাথমিক পর্যায়ে তেমন কোন লক্ষন দেখা যায় না )
*বদহজম , পেটে ব্যথা বা পেটে অস্বস্তি।
*বমি ভাব এবং খাওয়ার পরে বমি।
*ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্য।
*ক্ষুধামন্ধা , খাওয়ার পরে পেট ফুলেছে অনুভুত হওয়া।
*খাওয়ার সময় গলায় খাবার আটকে যাওয়ার অনুভুতি।
*দুর্বলতা ও ক্লান্তি ,ওজন হ্রাস।
*রক্ত বমি ও পায়খানার সাথে রক্ত যাওয়া ।
ডা. হ্যাপি হক
ক্যান্সার বিশেজ্ঞ
এমবিবিএস, এম-ফিল
কনসালটেন্ট
ল্যাব এইড লিমিটেড
ধানমন্ডি, ঢাকা।
সাবেক বিভাগীয় প্রধান ও
এ্যাসোসিয়েট প্রফেসর
অনকলোজী বিভাগ
হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল, ঢাকা।
সাবেক কনসালটেন্ট
আহসানিয়াহ মিশন ক্যান্সার হাসপাতাল, মিরপুর।