স্টাফ রিপোর্টারঃ ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটার এর তথ্যমতে মহামারি করোনাভাইরাসে(কোভিট-১৯) আক্রান্ত হয়ে ব্রাজিলে একদিনে মৃত্যুর নতুন রেকর্ড গড়েছে।গত শেষ ২৪ ঘণ্টায় সর্বোচ্চ মৃত্যু সংখ্যা দাড়িয়েছে ৪ হাজার ২১১ জন। যা কিনা দেশটিতে করোনার বিস্তার ঘটার পর সর্বোচ্চ মৃত্যু। নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৮২ হাজার ৮৬৯ জন। এর আগে ৩১ মার্চ একদিনে ৩ হাজার ৯৫০ জনের মৃত্যু হয়েছিল।
শেষ খবর পাওয়া পর্যন্ত ব্রাজিলে করোনায় ৩ লাখ ৩৭ হাজার ৩৬৪ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যার দিক দিয়ে যুক্তরাষ্ট্রের পরই এ দেশটির অবস্থান। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে করোনাভাইরাসের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ার পর এখন পর্যন্ত ১ কোটি ৩১ লাখ ৬ হাজার ৫৮ জনের করোনা শনাক্ত হয়েছে এবং যা কিনা দিন দিন মারাত্মক হারে বেড়েই চলেছে।
উল্লেখ্য যে, ২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস রোগী শনাক্ত হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।
