নিজস্ব প্রতিনিধিঃ নীলফামারীর ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ি ইউনিয়ন এ ৬০ টি পরিবারের মাঝে ১ সপ্তাহের খাদ্য প্রজেক্ট “ফিড দা নিডি ২০২১” বিতরণ করা হয়েছে। আজ সকাল ১০ ঘটিকার সময় টেপাখড়িবাড়ি ১ নংং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে সাস্থ্যবিধি মেনে ত্রাণ বিতরণ সম্পুর্ণ করেন উত্তরের দীপশিখার ভলেন্টিয়াররা। এসময় উত্তরের দীপশিখার সভাপতি শাহিন আলম জানান, তিস্তা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অনেক মানুষ পানীবন্দী রয়েছে। দুর্যোগকালীন এই সময়ে আমাদের পাশে দাড়ানোর জন্য বুয়েটিয়ান৮৯ এবং অংকুর ফাউন্ডেশন এর প্রতি আমরা কৃতজ্ঞ। উত্তরের দীপশিখার সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন মিন্টু জানান, ১ সপ্তাহের খাদ্য পেয়ে মানুষ স্বস্তি প্রকাশ করছে। তিনি আরো জানান অনেক পরিবার আছে যাদের বাড়িতে চুলো জ্বালানোর সামর্থ্য পর্যন্ত এখন নেই তাদের এই খাদ্য প্রজেক্ট টা খুব দরকার ছিল। সবশেষে তিনি আবারো বুয়েটিয়ান ৮৯ এবং অংকুর ফাউন্ডেশন কে ধন্যবাদ জানান।
Check Also
শোক দিবসে যান চলাচলে বিশেষ নির্দেশনা জারি:ডিএমপি
নিউজ ডেস্ক: জাতীয় শোক দিবসের অনুষ্ঠান উদযাপনে সর্বসাধারণের চলাচল নির্বিঘ্ন করতে বিশেষ নির্দেশনা জারি করেছে …