নিজস্ব সংবাদদাতা:নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটি রেলষ্টেশনের অদুরে কাজিরহাট লেভেল ক্রসিং এ ট্রেন ও ইটবোঝাই ট্রাকের সংঘর্ষ হয়েছে।
মঙ্গলবার(২৪ আগস্ট) সকাল ৭টার দিকে ঘটনাটি ঘটেছে।এতে ট্রাকের হেলপার সাকিল হোসেন(২২) ঘটনাস্থলে মারা গেছেন।আহত হয় ট্রাক চালক হাসান মাহমুদ(৩৫) ও ইট ব্যবসায়ী আনিছুর রহমান(৪০)।
আহতদের ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দূর্ঘটনার ফলে চিলাহাটি, ডোমার ও নীলফামারী হয়ে দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। চিলাহাটি রেলষ্টেশনে আটকা পড়েছে খুলনাগামী আন্তঃনগর রূপসা এক্সপ্রেস।
প্রত্যক্ষদর্শীরা জানায়, নওগাঁ থেকে আসা ইটবোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-২২-৮১৮৫) কাজিরহাট লেবেল ক্রসিং পার হচ্ছিল। এ সময় চিলাহাটি থেকে ছেড়ে আসা “খুলনা মেইল” ট্রেনটি খুলনা অভিমুখে যাচ্ছিল। ট্রাকটি লেবেল ক্রসিং পার হওয়ার সময় ওই ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই নিহত হয় ট্রাকের হেলপার সাকিল, আহত হয় চালক ও ইটব্যবসায়ী। জানাগেছে,ট্রাকচালক ও হেলপারের বাড়ি নওগাঁ জেলায়।ইটব্যবসায়ীর বাড়ি বোদাপাড়া কাজিরহাটে।
চিলাহাটি রেলষ্টেশন মাষ্টার আশরাফুল ইসলাম জানান, ‘সকাল ৬টা ৫০ মিনিটে ছেড়ে যায় খুলনাগামী “খুলনা মেইল” ট্রেনটি ,চিলাহাটি থেকে ৫ কিলোমিটার অদুরে কাজিরহাট লেবেল ক্রসিং এ একটি ইটবোঝাই ট্রাকের সঙ্গে ট্রেনটির সংঘর্ষ হয়।’
তিনি জানান,’পার্বতীপুর থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন এলেই উদ্ধার কাজ শুরু হবে। সকাল সারে ১০ টা পর্যন্ত উদ্ধারকারী রিলিফ ট্রেন না পৌছায় উদ্ধার কাজ শুরু হয়নি। ফলে এই রুটের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ বন্ধ হয়ে গেছে।’
উল্লেখ্য,ওই লেবেল ক্রসিংটি অরক্ষিত। সেখানে কোন গেটম্যান নেই। সেখানে রেলওয়ে বিভাগের সাইডবোর্ড রয়েছে- ‘গেটম্যান নেই-দেখে শুনে চলাচল করুন।’