স্টাফ রিপোর্টারঃ নীলফামারী জেলার কিশোরগঞ্জে বড়ভিটা বাজারে আগুনে ২১টি দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (০৬ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটেছে।
খবর পেয়ে কিশোরগঞ্জ, জলঢাকা ও নীলফামারীর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ক্ষয়-ক্ষতির পরিমাণ প্রায় দুই কোটি টাকা।ঘটনা স্থলে গিয়ে জানা যায় ছাদাকাত মাস্টারের কাপড়ের দোকানের আইপিএসের ব্যাটারি বিস্ফোরণে আগুনের সূত্রপাত হয়েছে।
নীলফামারী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আমিরুল ইসলাম সরকার বলেন, বড়ভিটা বাজারে আগুন লাগার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ফায়ার সার্ভিস পৌঁছার আগেই বাজারের ২১টি দোকান ও দোকানের মালামাল পুড়ে গেছে। এতে ছাদাকাতের দোকানের প্রায় ৩০ লাখ টাকার মালামাল, রিপন ফার্মেসির ২০ লাখ টাকার ওষুধ, নাহিদ ইলেকট্রনিকের ২৫ লাখ টাকার মালামাল ও মোবারক স্টোরের ২৭ লাখ টাকার মালামালসহ মোট ২১টি দোকানের প্রায় ২ কোটি টাকার মালামাল আগুনে পুড়ে গেছে।
এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন কিশোরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম বারী পাইলট, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোকসানা বেগম, পরিষদের ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম বাবু।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অফিসার রোকসানা বেগম বলেন, আগুনে পুড়ে যাওয়া দোকান মালিকদের তালিকা করে জেলা প্রশাসকের কাছে পাঠানো হবে।
